ভালোবাসা দিবসকে ঘিরে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এর নির্মাণ "কাজল"।
বহুদিন পর আবার মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় Mehazabien Chowdhury ৷ তবে এইবার কোনো রোমান্টিক নাটকে কিংবা কমেডি নাটকে নয়। বাবা মেয়ের গল্পকে ঘিরে পুরো নাটকটি৷ পুরো ৪৮ মিনিটের এই নাটকটি দারুণ ছিলো৷ বাবা চরিত্রে তারিক আনাম খান বরাবরই খুব ভালো করেন। এবারও তার ব্যতিক্রম নয়। সেই সাথে নম্র এক মেয়ের চরিত্রে মেহজাবীন চৌধুরী ও দেখালেন তার অভিনয়। সুন্দর একটা গল্প ছিলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা গল্পটাকে আরো টাচি করে দিয়েছে একদম। সংলাপগুলো ইমোশনাল করে দেয়। পুরো ৪৮ মিনিটের নাটকটি যেন এক নিমিষেই শেষ হয়ে গেলো। ভালোবাসা দিবসকে ঘিরে নির্মাণ করা নাটকগুলোর মধ্যে অন্যতম একটা সুন্দর কাজ "কাজল"।
"কাজল"

image