যুক্তরাজ্যে প্রথম হিজাব পরিহিতা বিচারক
আমার পরিবার আমাকে স্কলারশিপ ইন্টারভিউয়ের জন্য আমার হিজাব খুলে ফেলতে বলেছে, অন্যথায় এটি আমার নির্বাচনের সম্ভাবনা কমিয়ে দেবে। এটাই ছিল আমার ক্যারিয়ারের নির্ধারক মুহূর্ত। আমি ঝুঁকি নিয়েছি এবং হিজাব রাখার সিদ্ধান্ত নিয়েছি।
আমি শুধুমাত্র একটি আইন বিদ্যালয়ের বৃত্তির জন্য নির্বাচিত হইনি, আজ 17 বছরের আইন অভিজ্ঞতার পর, আমি যুক্তরাজ্যে প্রথম হিজাব পরিহিতা বিচারক হিসেবে নিযুক্ত হয়েছি। -
@বিচারক :রাফিয়া আরশাদ।@Raffia Arshad