‘আল্লাহর নাফরমানি করে মানুষের কখনো সুখ লাভ হয় না। আপনি মানুষকে খুশি করার জন্য যত ভালো কাজই করুন এবং তাদেরকে যত সময়ই দেন, তারা কখনোই আপনার সঠিক মূল্যায়ন করবে না। তাই এরচেয়ে ভালো হলো- আপনি আপনার সময় আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করুন, যাতে আমার-আপনার আখেরাত সুন্দর হয়।’