বিশ্বাস ভক্তিতে থাকিলে অভাব,
মিলিবে না তোর মাওলাজীর স্বভাব।
এঁকেরশ্বর বাদী যদি হয়ে যাও বাপ,
ঝরে যাবে তোর যত তাপিত দেহের পাপ।
-সৈয়দ মামুন চিশতী।