খোদার পায়ের নলা দেইখা, কর সেজদা আল্লাহরে
এখানে না চিনলে পরে, মেরুদন্ড থাকবে সোজা রে!
আশেক যারা চিনবে তারা, মাঁশুক চরণ কয় যাহারে
তার আরেক নাম পাই দলিলে, গুঁরু চরণ কয় তাহারে।।
-সৈয়দ মামুন চিশতী