হৃদে, চোখে, মস্তিস্কে কিংবা কল্পনারই তরে। যে গেঁথেছে তাঁরে, শ্বাশত চিন্তা-চেতনারই ভিতরে। যেই দিকে কিংবা কোনো, বস্তুরই অন্তরালে দৃষ্টিপাত করে। সর্বদায় সর্বময়, সে রূপ দর্শন দেয় তারে। যেবা ভাগে দ্বীন মিয়া রয়, আমারই ভিতরে, বলো কারবা আছে সাধ্য, তাঁর ছবি মুছিতে পারে? -সৈয়দ মামুন চিশতী