যে যাহাকে ভালোবাসে,
সর্বদায় থাকে তাঁর চরণের আশে
পাগল বেশে গুরে পাছে পাছে
যদিও তাড়াইয়া দেয় তাহাকে।
- সৈয়দ মামুন চিশতী