ভোবা হও অন্তরের মর্ম বাণী শুনো,
দেখো প্রভু তোমার কত নিকটে,
চোখ বন্ধ করো, অন্তর দৃষ্টি খোলে দাও,
দেখো মাওলা কি অপরূপে তোমার সন্নিকটে বসে আছে।।
এখানে এসেই শ্রী মনোমোহন দত্ত বলেছেন প্রভুকে,
"মনের মধ্যে আলাপ করো অতি গোপনে,
পাড়ার লোকে শুনলে পরে লজ্জা দু জনের।"
-সৈয়দ মামুন চিশতী।