যে যাহাকে ভজে,
সর্বদায় তাঁর-ই চরণ খোঁজে;
তাঁর চরণে-ই লুটে,
যে চিত্তে দয়াময় রূপে সাঝে!
-সৈয়দ মামুন চিশতী