মাতাল স্বামীর আচরণে ত্যক্ত-বিরক্ত বউ চূড়ান্ত ওয়ার্নিং দিচ্ছে—

স্ত্রী: আজ রাতে যদি মদ খেয়ে বাড়ি ফের তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন!

স্বামী: কী করবা তুমি? প্রত্যেকদিন ঘ্যানর ঘ্যানর ভাল্লাগে না!

স্ত্রী: আমি আত্মহত্যা করমু আইজকা যদি মাতাল হইয়া আসো!

স্বামী: তুমি তো রোজ সকালে এই ওয়াদা কর! একবারও কি পূরণ করছো? না তুমি ওয়াদা পূরণ করো না আমি মদ খাওয়া ছাড়ব।