যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিৎ বিষধর হওয়ার ভান করা-- এমনভাবে, যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একই ভাবে দূর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দূর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিৎ, যেন অপরে তার আভাষমাত্র না পায়।

image