ভাড়া বাসা দেখে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় ৮ টা বেজে গেছে ।
জুঁইয়ের অন্য কোন চিন্তা নেই তার একটাই চিন্তা আর তা হচ্ছে ইফসি ।
এতটাইম সে তার মেয়েকে ছাড়া থাকে নি ।
রাজশাহীতে থাকা কালীন অবস্থায় জুঁই অফিসে ইফসিকে নিয়ে যেতো ।
জুঁইয়ের জীবনটাই সংগ্রামের জীবন । তার ছোট্ট মেয়েটা আজ কেঁদেছে হয়তো ।
এত টাইম মাকে ছেড়ে সেও কখনো থাকে নি ।
তার উপর আজকে আবার নতুন অফিস বলে মোবাইল ধরারও সুযোগ পায় নি সে ।
বাসার দরজার কাছে এসে কলিংবেল দেয় জুঁই ।
ফয়জুন্নেসা বেগম দরজা খুলে দেয় ।
#lovestory
https://www.lovestory-bd.com/6633/

Favicon 
www.lovestory-bd.com

কথা দিয়েছিলে ফিরবে | পর্ব - ২ - Love Story BD | ভালবাসার গল্প

কথা দিয়েছিলে ফিরবে | পর্ব - ২