সেদিন রাতে ফিরে এসে তুমি একটা কথাও বললে না। কেঁদে আমার চোখমুখ ফুলে লাল হয়েছিল।ভেবেছিলাম হয়ত রাগের মাথায় কাজটি করেছ।এবার হয়ত সরি বলবে।আমাকে অবাক করে দিয়ে তুমি শুয়ে ঘুমিয়ে গেলে।ফিরেও তাকালে না।আমার শ্বাশুড়ি রাতে খাওয়ার জন্য ডাকাডাকি করেছেন।আমি খেতে যাইনি।সকাল বেলা নয়টায় ক্লাস আমার।সারারাত ঘুমাতে পারিনি বলে উঠতে দেরি হয়ে গেছে।ক্যামব্রিয়ান কলেজ শৃঙ্খলার ব্যাপারে খুব কড়া।তাড়াহুড়ো করে তৈরি হচ্ছি।মাথা ঘুরছে।আজ ক্লাসে লেকচার দিতে পারব কি না জানি না।তুমি অফিসের জন্য তৈরি হয়ে নাশতা করতে বসেছ।আমি না খেয়ে বের হয়ে যাচ্ছি দেখে শ্বাশুড়ি আমাকে বললেন, না খেয়ে যাচ্ছ যে? রাতেও খাওনি।কি ব্যাপার? কি হয়েছে তোমাদের?
#lovestory
https://www.lovestory-bd.com/6642/
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری