সায়নের আজকাল; না, আজকাল না! অনুর সাথে বিয়ে হওয়ার পর থেকেই আয়মানদের বাসায়
যেতে কেমন অস্বস্থি লাগে। কেমন লজ্বা টাইপ অনুভূতি হয় ভেতরে ভেতরে।
আগে যেমন নিঃসংকচে আয়মানদের বাসায় যখন তখন যেতো, এখন তা হয় না!
শ্বশুরবাড়ি বলেই হয়তো এমন মনে হয়। আগে ছিলো
বন্ধুর বাড়ি আর এখন বন্ধুর বাড়ি সাথে শ্বশুরবাড়ি।
এই যে এখন সে যাচ্ছে শ্বশুরবাড়ি, একদিক দিয়ে ভালো লাগছে অন্যদিক দিকে জড়তা কাজ করছে মনের মধ্যে। ভয় তো আছেই। ভয়টা অবশ্য অনুর সাথে এক বিছানায় থাকা নিয়ে।
ইদানিং সে অনুর সাথে এক বিছানায় ঘুমাইনা। ঘুমাতে পারেনা তাই সে সোফায় ঘুমাই।
গেস্টরুমেও কোন কোন রাতে গিয়ে থাকে তবে এসব লুকিয়েই করে।
#lovestory
https://www.lovestory-bd.com/6195/
Giống
Bình luận
Đăng lại