“ক্লাস নাইনকে প্রেমের ক্লাস বলা হয়।
খোঁজ নিয়ে দেখো ইতিহাসে যত বিখ্যাত প্রেম রয়েছে তার শুরুটা ক্লাস নাইন থেকেই হয়েছিলো।”
আমি যখন দাইয়ান নামের বোকা সোকা ছেলেটাকে এই কথা গুলো বলতে ব্যাস্ত।
দাইয়ান তখন মনের সুখে তার নতুন খাতায় মার্জিন টানছে।
আমি দুই মিনিট চুপ করে বোঝার চেষ্টা করলাম আদৌ দাইয়ান আমার কথা শুনছে কি না ?
আমার কথায় দাইয়ান কোনো রেসপন্স করলো না।
প্রচণ্ড রাগে আমি খাতাটা টান দিতেই কলম সরে পুরো খাতায় আড়াআড়ি একটা দাগ পড়ে গেল।
#lovestory
https://www.lovestory-bd.com/5700/

Favicon 
www.lovestory-bd.com

গল্পঃ বিশেষ কেউ । মুনিয়া রহমান - Love Story BD | ভালবাসার গল্প

গল্পঃ বিশেষ কেউ । মুনিয়া রহমান