ঘুম ভাঙতেই আয়ানের বুকে নিজেকে আবিষ্কার করে তিথি।চোখ আটকে যায় ছেলেটার মায়া জড়ানো মুখটার দিকে।অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তিথি।জেগে থাকলে এক ঝটকায় ধাক্কা দিয়ে সরিয়ে দিত।কিন্তু ঘুমন্ত আয়ানের মায়ায় জড়িয়ে গেছে ও।আস্তে করে আয়ানের হাতটা নিজের ওপর থেকে নামিয়ে রাখে তিথি।উঠে ফ্রেশ হয়ে নিচে আসে।কিচেনে মীরা আর মিসেস বন্যা চৌধুরী কাজ করছেন।
-“আরে আরে।নতুন বউ সকাল সকাল রান্নাঘরে?”
-“আপু,নতুন হই বা পুরাতন বউই তো।আসতে তো হবেই।”
#lovestory
https://www.lovestory-bd.com/5662/
Giống
Bình luận
Đăng lại