তূজা চোখেমুখে অন্ধকার দেখছে। হাতে থাকা কাগজের টুকরোটি মাটিতে পড়ে গেল। শরীর এভাবে জোর ছেড়ে দিল কেন! আশ্চর্য… বেসিন এক হাতে আঁকড়ে ধরে নিজেকে সামলাতে চেষ্টা করল তূজা। চোখের পর্দায় লেখাগুলো ভাসছে।
.
‘তোমার মধ্যে কী আছে জানো? মাদকতা আছে, নেশা আছে.. তার স্বাদ আমি পেয়েছি, আর বারবার পেতে চাই চয়ন। আজ যদি তুমি আমার না হও, তাহলে বিষ হাতে তোমার অফিসে চলে যাব আমি। নিশ্চয়ই কোনো তামাশা চাও না তুমি?’
#lovestory
https://www.lovestory-bd.com/6665/
Gusto
Magkomento
Ibahagi