আমি উৎসকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখতে বলেছি।আর বলেছি,যদি লিখতে পারে তাহলে বুঝবো সে আমাকে সত্যি সত্যি ভালবাসে।যদিও আমার এই কাজটা একদমই পছন্দ না।আমি ভেবেছি ও এই কাজ টা করার ভয়ে নিজে থেকেই আমার জীবন থেকে সরে যাবে।
কিন্তু আমার ধারণাকে বদলে দিয়ে উৎস আমাদের বাড়ীতে চলে আসে,
আমাকে গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিয়ে যেতে বলে।কি আর করবো,তারপর যাই ওখানে।
আমিতো জানি,এই ছেলের দাঁড়া এই কাজ সম্ভব না।
কিন্তু আমাকে সে মিথ্যে প্রমাণ করে দিয়ে আমার হাতে কিছু রক্ত মাখা চিঠি দেয়।
আর বলে,এগুলো পড়ে নিও।
#lovestory
https://www.lovestory-bd.com/5375/
喜欢
评论
分享