প্রিয়তম,
আপনাকে নিয়ে আমার কাল্পনাতে বরাবরই ব্যক্তিগত কিছু ইচ্ছে ছিল।
ইচ্ছে ছিল পিচ্ ঢালা রাস্তায় আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হেঁটে দুজনে কোন এক বসন্তের বিকেল পাড় করো দিবো।
ইচ্ছে ছিল কোন এক শীতের সকালে,
শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে আপনার সাথে হেঁটে বেড়াবো।
রাগে -অভিমানে অথবা ভালোবাসা প্রকাশে রোজ রোজ আপনি করে বলতে বিরক্ত হয়ে যেতাম,
ইচ্ছে ছিলো আপনাকে আমার দেওয়া কোন এক ডাকনাম ধরে ডাকবো।
এসব ইচ্ছে শুধু আমার কল্পনাতেই সীমাবদ্ধ ছিল,
আমাদের সম্পর্কটা ছিল ফোনের এপাশ-ওপাশ।
#lovestory
https://www.lovestory-bd.com/3424/
Kao
Komentar
Udio