নৌকা পাড়ে ভিড়তেই দু’জন নৌকা থেকে নেমে পড়লো।
মাঝি:- বেশী দেরী কইরেন না, সন্ধ্যা হয়ে এলো আর আকাশের অবস্থাও বেশী ভালো না।
যে কোন সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে।
সোহান:- আচ্ছা ঠিক আছে আমরা তাড়াতাড়িই চলে আসবো।
— সোহান ইকরার হাত ধরে হেঁটে চললো সামনের দিকে কাশফুল গুলো বাতাসে হেলছে ধুলছে।
দেখতে অনেক সুন্দর লাগছে।
শহরের বন্দী জীবনে শুধু টিভিতে আর সোস্যাল মিডিয়াতেই এতো সুন্দর জায়গা দেখতে পাওয়া যায়।
#lovestory
https://www.lovestory-bd.com/5553/
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন