বসন্তে হিল্লোল
ম.ম.রবি ডাকুয়া
----------------------------------
বাতাসে ভাসে যে অঙ্গিকার,
আজ শুরু তার নিমঘ্নতার।
আজ তোমাকে অনেক ভীষণ মনে পড়ে অন্য রকম,
আগে হয়তো মনে পড়তো আজকের চেয়ে কম।
বুঝি আজ প্রথম দিবস প্রেমের বসন্তের,
মুদ্রিত যে কথা আর সুর চয়নে,
আমি বুঝে নিই তা মুদিত নয়নে।
তবু যে কলরব উঠিয়াছে,
গুচ্ছ ধরে মুঠি আছে।
গাছে ও সাখায় আছে সব,
নিশ্চুপ কলরব।
বেদনা ভীষণ ইচ্ছে রকম আজ বলে কেঁদনা,
বসন্ত রনে ক্ষণে ক্ষণে, রণন তুলেছে মনে।
প্রকৃতি আজ বধুঁ সাজে,
বিষাদ-ব্যথাও একটু সাঁজে সুখের মোড়কে মনন মাঝে।
তাই বাজে সুর কলরোল,
আজ বসন্তে মনে ভালবাসার হিল্লোল।
Like
Comment
Share