সকালে ঘুম থেকে উঠে আজ চিৎকার চেচামেচি শুনলাম।নীলা ভাবীকে কেউ বকছে।কে হতে পারে।দরজায় দাড়ীয়ে দেখলাম।মি. প্রভাত।ওনাদের কথা শুনে বুজলাম।চিৎকারের কারন ওভ্রাত।ও নীলা ভাবীর কোলে কান্না করছে।মি. প্রভাত নীলা ভাবীকে বলছে।ও মেয়ে কি করতে এসেছে এ বাড়ীতে।পায়ের উপর পা তুলে থাকতে।বাচ্চা কান্না করবে সে সকালে পরে পরে ঘুমাবে।
,
এগিয়ে কড়া কিছু বলতে ইচ্ছে করছিলো।
কিন্তু আমার আগেই মি.প্রভাত চলে গেলো।
ড্রয়িং রুমে গিয়ে ভাবীর কাছ থেকে ওভ্রাতকে নিতে নিতে বললাম
“ও যখন ঘুম থেকে উঠে কান্না করছিলো।তখন আমাকে ডেকে দিলেই পারতে।ভাবী”
কেমন একটা দৃষ্টি নিঃক্ষেপ করে তাকালো নীলা।
তার দৃষ্টিতে স্পষ্ট বিরক্ততা।
#lovestory
https://www.lovestory-bd.com/6724/
Beğen
Yorum Yap
Paylaş