নিজ বাড়িতে ফোন করেছেন বাড়ির কর্তা। ওই পাশ থেকে ফোন তুলেছে চাকর—

চাকর: হ্যালো, কে বলছেন?

কর্তা: গর্দভ! নিজের কর্তাকেও চেন না?

চাকর: কর্তাবাবু, আপনি? আপনি কোথা থেকে বলছেন?

কর্তা: কেন, অফিস থেকে।

চাকর: আপনি অফিসে? তাহলে আপনার পড়ার ঘরে দরজা লাগিয়ে বসে আছেন কে?

কর্তা: কী বললি? নির্ঘাত চোর! শোন, বসার ঘরে আমার বন্দুকটা আছে না? বন্দুক হাতে নিয়ে সোজা দরজা ভেঙে পড়ার ঘরে ঢুকে পড়। আমি লাইনে আছি।

(কিছুক্ষণ পর)
চাকর: আমি দরজা ভেঙেছি, গুলিও করেছি। কিন্তু চোরটা জানালা দিয়ে লাফিয়ে বাগান দিয়ে পালিয়েছে।

কর্তা: কিন্তু আমার পড়ার ঘরের পাশে তো কোনো বাগান নেই!

চাকর: তাহলে আমার ভয় হচ্ছে, আপনি বোধ হয় রং নম্বরে ফোন করেছেন!