ডিভোর্স।ডিভোর্স চাই আমার।”
“তোর মতো মেয়েকে আমি আমার ঘরে রাখবো না”
কাল বেল্টের বারিতে ঠোটের যে অংশ কেটে গিয়ে ছিলো।তুষার সেই যায়গা শক্ত করে চেপে ধরে বললো কথা গুলো।
,
পৌষী মুর্তির মতো দাড়ীয়ে।তুষারের বলা কথা গুলো ঝংকারের মতো কানে বাজলো।শিরদাঁড়া শক্ত হয়ে দাড়ীয়ে রইলো ও।এরকম কথা আজ নতুন বলে না ও।যখন ঝগড়া হয় তখই বলে।মাঝে মাঝে উত্তর দিতে ইচ্ছা করে।দেয়না।আকাশের দিকে তাকিয়ে দির্ঘস্বাস ফেলে।
ওকে চুপচাপ থাকতে দেখে রাগে তুষারের রক্ত টগ বগ করে উঠলো।
তুষার ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলো।
#lovestory
https://www.lovestory-bd.com/6716/
Synes godt om
Kommentar
Del