মোমবাতি সবগুলো জ্বালানো শেষ হলে প্রিন্সের কানে খুট করে দরজা খোলার শব্দ আসে।
শব্দ শুনে সামনে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল!
মেহেককে গাউন পরে ডেসিং রুম থেকে বের হতে দেখেয় প্রিন্সের চোখে ঘোর লেগে যায়।
গাউনটি কেনার সময়েও প্রিন্স ভাবেনি এটা পড়ার পর তার পরিটাকে এতো সুন্দর ও আবেদনময়ী লাগবে যে মেহেকের থেকে চোখে ফেরানো দায় হয়ে যাবে।
এই নীল পরিটা শুধুই একান্ত ওর কথাটা ভাবতেই প্রিন্সের হৃদয়ের এক ধরনের প্রশান্তি বয়ে যায়।
প্রিন্স এক পলকে মেহেকের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিচ্ছে।
আর মনে মনে বলছে,তোমার খোঁপার গোলাপ
ফুল উঁকি দিয়ে আমায় যেনো নেশাগ্রস্ত করতে ব্যস্ত।
#lovestory
https://www.lovestory-bd.com/6709/
お気に入り
コメント
シェア