আসসালামু আলাইকুম
আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায় আমার পছন্দের কিছু কাজ মেরিল প্রথমআলে পুরষ্কার এর মনোনয়ন পেয়েছে,
যে নাটকগুলোর জন্য মনোনীত হয়েছি -

★ চিরকাল
পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান

★ যত্ন
পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান

★ তুমি আরেকটি দিন থাকে
পরিচালনা : ভিকি জাহেদ

★ টুরু লাভ
পরিচালনা : অমিতাভ রানা ও সুব্রত মিত্র

আপনারা চাইলে আমাকে সেরা অভিনেএী হিসেবে ভোট দিতে পারেন।
ভোটিং এর নিয়মঃ
১. SMS এর মাধ্যমে ভোট করতে চাইলে :
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে Type করুন MP 3j এবং পাঠিয়ে দিন 22221 নাম্বারে৷
২. কুপন এর মাধ্যমে ভোট করতে চাইলে :
প্রতি বৃহস্পতিবার প্রথম আলো পত্রিকাতে ছাপা কুপনে আমার নমিনেশন পাওয়া ৫ নাটকের মধ্যে আপনার পছন্দের যে কোন ১ নাটকে টিক (√) দিয়ে পাঠিয়ে দিন প্রথম আলোর ঠিকানায়৷
ঠিকানা :
মেরিল - প্রথম আলো পুরষ্কার,
প্রথম আলো ভবন,
১৯, কাওরান বাজার,
ঢাকা - ১২১৫

image