আপনাকে কেউ উপদেশ দিলে উত্তেজিত হয়ে যাবেন না। ‘
#নিজের_চরকায়_তেল_দিন’ বলে অহংকার করে মুখ ফিরিয়ে নেবেন না।
.
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন—
.
وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَاد
.
‘যখন তাকে বলা হয় যে, ‘‘তুমি আল্লাহকে ভয় করো’’, তখন আত্মাভিমান তাকে পাপের প্রতি প্ররোচিত করলো। সুতরাং জাহান্নামই তার জন্য যথেষ্ট এবং এটি নিকৃষ্ট বিশ্রামস্থল।’ [সুরা বাকারা, আয়াত: ২০৬]
.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য কথা হলো, যখন কোনো ব্যক্তি কাউকে বলে, ‘‘আল্লাহকে ভয় করো’’, তখন সে প্রতিউত্তরে বলে, ‘‘তুমি নিজের চিন্তা করো!’’ [ইমাম নাসায়ি, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৪৯; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ২৫৯৮; হাদিসটির সনদ সহিহ]
.
শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন, ‘আপনাকে যদি কেউ বলে, ‘আল্লাহ আপনাকে হিদায়াত দিন’, তাহলে কষ্ট পাবেন না। আপনি যদি সবচেয়ে আল্লাহভীরু হন এবং সবচেয়ে জ্ঞানী হন, তবুও আপনার হিদায়াত প্রয়োজন। মৃত্যু পর্যন্তই আপনার হিদায়াত প্রয়োজন!’