মনে পরে ছোট্ট বেলায়
স্কুলেতে যাওয়া,
টিফিনের ফাঁকে
তুই আর আমি,
কুল্ফি মালাই খাওয়া।
ছুটির পরে হাত রেখে হাতে
একসাথে বাড়ি ফেরা,
কথায় কথায় বলতিস আমায়
বাঁচবিনা আমি ছাড়া।
আমাকে ভুলে গেলি
মানুষ বদল করে,
তুইতো থাকিস অট্টালিকায়
আমি কুড়েঘরে।
তুই কি বড় সুখে আসিছ
বলনা সত্যি করে,
অনেক ভাল আছি আমি
প্রতারক থেকে দূরে।

Me gusta
Comentario
Compartir