একদিন মেয়েটি ছেলেটিকে সন্দেহের ভাষায় প্রশ্ন করে 'তুমি আমাকে কতটুকু ভালবাসো?
ছেলেটা বলে, জানিনা।
কারণ জানতে চাইল মেয়েটা।
ছেলেটা বলে- এগুলা মাপার যন্ত্র কই বেচে জানিনা। জানলে মেপে বলতাম।
মেয়েটা রহস্যের হাসি দিয়ে বলে-
তোমার কতগুলো ভুলের পরও তোমায় মাপ করে দিতে পারব তুমি জানো?
ছেলেটি না সূচক ইশারা দেয়।
মেয়েটা বলে সর্বোচ্চ ১০ টি ভুল।
ছেলেটা বলে, বাহ তুমি তো অনেক ফ্রিডম দাও। ১০ টা ভুল করার আগেই বুড়ো হয়ে যাব।
মেয়েটা শুভ্রতা নিয়ে হেসে পালটা জানতে চায়-
তুমি আমার কয়টা ভুল মাপ করে দিয়ে আমাকে ভালবাসতে পারবা। মিথ্যে করে বলবেনা।
ছেলেটি সিগারেটে টান দিয়ে বলে- একটাও না।
মেয়েটা রেগে গিয়ে বলে- কেন? আমার প্রতি তোর টান এতো কম?
ছেলেটি চেয়ে থেকে বলে- ভুল ১ টা করলে ১০ টা কনসিকোয়েন্স তৈরি হয়ে যায়। তাই একটা করা যা ১০০ টা করা তাই। ফলাফল অশান্তি।
#সৃষ্টি #premdevota #linkeei