পুলিশের বড় কর্তা তার হাবিলদারকে বলছে—

বড় কর্তা: তুমি কি চোরটাকে ধরতে পেরেছ?

হাবিলদার: না, স্যার। তবে চোরের ফিঙ্গার প্রিন্ট সঙ্গে করে এনেছি।

পুলিশ: কোথায়, দেখি?

হাবিলদার: স্যার, আমার গালে!