জীবনকে সাক্ষী রেখে পেরিয়ে এলাম এতটা বছর.... ভিসিপি ভিসিআর দেখে সিনেমার প্রেমে পড়া! সেখান থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া। পড়তে গিয়ে বুঝলাম এটা একটা দায় বদ্ধতার জায়গা।
আজ 22 বছর নাটক সিনেমার দুনিয়ার সাথে কাজ করছি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিখ্যাত বিখ্যাত মানুষদের সাথে চলতে চলতে জীবন আর কিছু শেখাক চাই না শেখাক। একটা জিনিস শিখিয়েছ, সেটা হল যদি কোন কিছু কমিন্ট করি, কোথাও না কোথাও সেটা শেষ করা উচিত। তাতে টাকা পাই আর না পাই...
আমার সেই পঁচিশ বছরের বয়স কালীন স্মৃতিকে সেদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও আমার শিক্ষাগুরুরা নাটকের সম্ভাবনাময় বিস্ময়কর দিগন্তকে আমার সামনে উদ্ভাসিত করেছিলেন, সেই শিহরণমূলক যাত্রায় এখনো চলছি...

Riaz Ahamad
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?