কখনো কি শুনেছেন ভার্সিটির প্রথম দিনে কান ধরে এক পায়ে দারিয়ে থাকে কেও তাও ভার্সিটির মাঠে সবার সামনে। হ্যাঁ আমি থাকি আমার পরা কপাল যে আজ আমি খালামনির বাসায় না গিয়ে আগে ভার্সিটি এসেছি আর এসেই এক দানবের হাতে পরেছি কি কপাল আমার। এখন আমার গলা ছেরে কাদতে ইচ্ছা করছে। কেও আমাকে বাছান আমার পায়ে বেথা করছে।। 
. 
এক পায়ে কান ধরে দারিয়ে টলমল করছে আর নিজে নিজে বকবক করছে খুশি। খুশি আহমেদ, দেখতে সুন্দরী একদম পিচ্চি পিচ্চি লাগে, বয়স উন্নিশে পা দিয়েছে কিন্তু বাচ্ছাদের মতো সভাব এখনো যাইনি তার। গ্রাম থেকে কলকাতার মেডিকেল কলেজে এসেছে পরাশনা করতে, কলকাতাই খুশির খালামনির বাড়ি আগে সেখানে যাওয়ার কথা ছিলো খুশির কিন্তু পাকনামি করে আগে কলেজে এসেছে আর এসেই পরেছে মহা বিপদে। 
কিছুখন আগের কথা।। 
 
#lovestory 
https://www.lovestory-bd.com/7221/