সাধারণত, অর্থনৈতিক স্বছলতা সাধন করার জন্যই মানুষ কর্মক্ষেত্রে যোগদান করেন। আপনি যে কাজটি করছেন সেটি যদি আপনি সম্পূর্ণ আবেগের অনুভূতি থেকে করেন তাহলে বিষয়টি আলাদা, তবে বেশিরভাগ ক্ষেত্রেই লোকেরা আর্থিক লাভের জন্যই কাজ করেন। তাই যদি পরিবারের জন্য অর্থের প্রয়োজন হয় তখন আমরা কর্মক্ষেত্রে যোগদান করি বা ঘরে থেকেও কাজ করি । আমার কাজ করা উচিত কিনা, সেই প্রশ্নটি জরুরি নয়। আমার কাজ করার দরকার আছে কিনা সেটাই আসল বিষয়।

Gefällt mir
Kommentar
Teilen
James Boss
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?