সময়টা একবিংশ শতাব্দীর প্রাক মধ্যভাগ ২০২২ সাল। ইউরোপীয় শক্তিধর দেশগুলো তখন নিজেদের মধ্যে পৃথিবী দখলের যুদ্ধে মত্ত। শিল্প বিপ্লবত্তোর ইউরোপ শাসনক্ষমতার বড় শক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ , সেইসাথে করোনা মহামারী সারা পৃথিবীর চিকিৎসাব্যবস্থা কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চারিদিকে শুধুই মৃত্যুর থাবা। সামাজিকতাও যেন বিপন্নতার মুখে। ভয়ঙ্কর অন্ধকার থমকে... আমি আমরা । এই ঘন তমসার মধ্যেও আলোকবর্তিকা নিয়ে আবির্ভূত হলো আমাদের বান্টি।
আজকের আধুনিক ইউরোপীয় চিকিৎসার সাথে কোন মিল নেই এদেশে হাসপাতাল রয়েলের। নার্সিং এর ব্যবস্থা ও প্রয়োজনীয় ঔষুধপত্র চিকিৎসার উপকরণ থাকলেও সিস্টেমে ঘাটতি ছিল অনেক। যেহেতু চট্টগ্রামে আমার পায়ের নিচে মাটি নেই সবকিছুই অপরিচিত তাই ক্রমশ হয়ে উঠেছিলাম বিচলিত। কারো কাছে সমাধান তো দূরের কথা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল । এইরকম একটা সংকটের দিনে ঈশ্বরের দূতের মতো আবির্ভূত হলো লালটু আর দীপ। ২৭ ফেব্রুয়ারি ২০২২ সালের রাত ১২:০০ জন্ম নিল বান্টি । ভাষার মাসের সামঞ্জস্য রেখে নাম হল বর্ণলতা..