কেউ কেউ বলেন, রহস্যকে ব্যাখ্যা করার জন্যই নাকি ঈশ্বরের ধারণা এসেছে।
আমার কাছে রহস্যময় হল, প্রেম।
আগুন্তুকের মতই আসে এক মায়া, যার লিংগভেদে নামকরণ করে থাকি প্রেম।
আজকাল এই প্রেমকেই আমার খুব বেশি দূর্বলতা মনে হয়। প্রেম এক পিছুটান, যদি হয় সে সম্পর্ক অসম অমিমাংসিত।
#premdevota
Giống
Bình luận
Đăng lại