জিন্দেগী যন্ত্রণার আবরণ
মানুষের জীবনে উপলব্ধি বেশি বেশি আসলে, তা আবার ঝামেলা হয়। কিছুই মনে রাখা যায়না। তখন সম্পুর্ন ভাবে একা হয়ে যেতে হয়। হুট করে ঝড় হয়ে এমনি নতুন শুরুর মত।
অবুঝের জীবনে ঝড় বারবার আসে। আবার এ অবুঝেরা ভালবাসতে জানে খুব। তাদের জীবনের ছন্দ আবার আনপ্রিডিক্টিবল। এটাতে এক ধরণের থ্রিল আছে। আজ ছেলেটি তার প্রেমিকাকে ভীষণ আঘাত করে, তারে মানসিকভাবে তুচ্ছ করে নিজেও গভীর রাতে ছাদে গিয়ে প্রেমিকাকে ভেবেই উত্তেজনার অনুভূতি নেয়। তবুও প্রেমিকাকে ফোন দেয় না। জিহাদ করে নিজের কামের বিরুদ্ধে।
কিন্তু সুখ যে এটাই ছিল। যা অনেকটা গোল্ড কাপের মত। যা পেয়েও রাখা যায়না। ঘুরেফিরে অর্জন করতে হয় এমন।
#সৃষ্টি
#premdevota
#perspective
#lovebirdcouple
#তারপর
Tycka om
Kommentar
Dela med sig