প্রেমিক: আমাকে ১০০ টাকা ধার দেবে?

প্রেমিকা: দিতে পারি। কবে ফেরত দেবে?

প্রেমিক: তিন দিন পর।

প্রেমিকা: যদি না দাও তা হলে কিন্তু তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলব না।

প্রেমিক: তাহলে ৫০০ টাকা দাও।