কাপড় চুরির দায়ে পলিস চোরকে আদালতে ধরে এনেছে। উকিল তাকে জেরা করছে।

উকিল: ধর্মাবতার, এই লোকটা এক রাতে একই দোকানে ৬ বার চুরি করেছে। এর সেইমত সাজা হওয়ার দরকার ।

চোর: হুজুর, ৬ বার দোকানে ঢুকলেও চুরি করেছি মাত্র দুখানা শাড়ি। আর বাকি পাঁচবার স্ত্রীর পছন্দ না হওয়ায় শাড়ি বদলানোর জন্যে দোকানে ঢুকতে হয়েছিল।