শাহীন গেছে পোস্ট অফিসে—

শাহীন: আমি এই চিঠিটা পোস্ট করতে চাই।

কর্মকর্তা: হুম। প্রাপকের ঠিকানা কী লিখব?

শাহীন: জাতীয় জাদুঘর।

কর্মকর্তা: কিছু মনে করবেন না, আপনি জাদুঘরে চিঠি পাঠাচ্ছেন কেন?

শাহীন: কারণ আমি শুনেছি আপনারা চিঠি পৌঁছাতে অনেক দেরি করেন। যত দিনে চিঠিটা পৌঁছাবে, তত দিনে চিঠির নিশ্চয়ই একটা প্রত্নতাত্ত্বিক মূল্য তৈরি হবে।