Betrachten
Veranstaltungen
Blog
Markt
Seiten
mehr
laden Sie mehr
Sie können die Artikel kaufen, möchten Sie fortfahren?
SHOHORAB HASAN AKASH
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের জন্য ৮ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
জানা গেছে, http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
স্কুল পর্যায়-২ এ নিবন্ধিত প্রার্থীরা এসব এমপিওভুক্ত পদে নিয়োগের আবেদন করতে পারবেন। ২০২১ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি যাদের বয়স ৩৫ বছর বা তার কম তারা আবেদন করতে পারবেন। আর ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুনের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন তাদের এসব পদে নিয়োগের জন্য আদালতের রায়ের প্রেক্ষিতে বয়স শিথীলযোগ্য।
এর আগে সেসিপের চাহিদা অনুসারে ১ হাজার ২৮০ ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের প্রক্রিয়া চালানো হলেও প্রার্থী না থাকায় সবগুলো পদে নিয়োগ সুপারিশ করতে পারেনি এনটিআরসিএ। এগুলোর মধ্যে খালি থাকা ৬৮৮টি পদে নিয়োগ সুপারিশ করতে ফের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি প্রকশের বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, রোববার সকাল থেকে স্কুল পর্যায়-২ এ নিবন্ধিত প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। আগে এ পদগুলোতে নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ হলেও সে নিয়োগের ছয়শতাধিক পদ ফাঁকা থেকে যায়। ৩য় পর্যায়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করার পর পূর্ব পরিকল্পনা অনুসারে এসব পদে নিয়োগের এ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?