বাংলাদেশের মূর্খ কিছু গার্মেন্ট শ্রমিক বেতন আদায়ের দাবিতে ঢাকা-উত্তর বঙ্গের একমাত্র রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। হাজার হাজার গাড়ি আর কয়েক লাখ মানুষ কে কষ্ট দিচ্ছে। তোদের বেতন কি রাস্তা তে পাবি নাকি তোদের গার্মেন্ট মালিক দিবে? আন্দোলন করলে তোদের গার্মেন্টসে যেয়ে কর, রাস্তায় লাখ লাখ মানুষের সমস্যা করে কেনো? এই মূর্খতার কারনেই তোদের অবস্থার উন্নতি হয়না আর হবেওনা কোনদিন।
Like
Comment
Share