একবার এক ঘোড়া-চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল।
ঘোড়ার মালিক চোরকে বলল : চুরির জন্য তোমাকে কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু এক শর্তে সে শাস্তি থেকে তুমি বাঁচতে পার। চোর বলল ; দয়া করে আপনার শর্ত প্রকাশ করুন, আশা করি মান্য করতে পারব।
ঘোটকাধিকারী চোরকে বলল : আমাকে ঘোড়া চুরির কলাকৌশল শিখালে তোমাকে মুক্ত করে দেব।
চোর এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলো এবং যথারীতি চৌর্যকলা প্রদর্শনে মনোযোগী হলো।
প্রথমে ঘোটকের কাছে গিয়ে তাকে একটু আদর করল, গা-মর্দন করে দিল এবং বলল : প্রথম পর্যায়ের কাজ শেষ।
https://www.golperasor.com/2022/04/ghora-cor.html
Me gusta
Comentario
Compartir