এক লোক রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে। ভিক্ষক এসে বারবার তার কাছে ভিক্ষা চাচ্ছে। একসময় লোকটি পকেট থেকে পাঁচ টাকা বের করে দিলেন সেই ভিক্ষককে। একটু পর সেই ভিক্ষুক আবার এলো।

পথচারী: আবার পাঁচ টাকা ভিক্ষা চাইছ! একটু আগেই না দিলাম।

ভিক্ষুক: স্যার, অতীতের কথা ভুইলা যান। অতীত নিয়া পইড়া আছেন বইলাই আজ আমাদের এই অবস্থা।

This page has been loaded 15499 times.