আমি জীবনকে এর সৌন্দর্য, উচ্ছ্বাস এবং তীব্রতার জন্য মূল্য দিই, এর উপযোগিতার জন্য নয়। কাজেই কোনও মূল্যবান সম্পদ হওয়ার চেষ্টা করি না, নচেৎ কেউ আমাকে কিনতে চাইতে পারে। কেবল নিজেকে ভেতর থেকে উচ্ছ্বসিত, আনন্দময় এবং সুন্দর রাখতে চাই। ক্ষুধার্ত লোকেরা গাছে ফল খুঁজবে। আনন্দিত লোকেরা গাছে ফুল খুঁজবে।
Suka
Komentar
Membagikan