এক ছাত্র তার বন্ধুকে চিৎকার করে ‘নিহা’ বলে ডাকছে—

শিক্ষক: এই নিরঞ্জন, তুমি নিহা বলে কাকে ডাকছ?

ছাত্র: আমার বন্ধুকে স্যার।

শিক্ষক: নিহা কোনো ছেলের নাম হতে পারে?

ছাত্র: না, মানে ওর আসল নাম নিরঞ্জন হালদার স্যার! আমরা সংক্ষেপে নিহা বলে ডাকি।

শিক্ষক: ভাগ্যিস তোদের কালে আমার জন্ম হয়নি। আমার নাম তো শান্তনু লাহিড়ী। তোরা তো তবে ‘শালা’ বলে ডাকতি।