4 yrs ·MeghPori Films™

তুমি রোজ আমার পাশ কেটে যাও!
ছিপছিপে গড়নের শরীরে এতো তীব্র ঘ্রাণ ছড়াও?
আঁড়াল করে লোভার্ত ঠোঁটে,
ইশ! খুব সুন্দর লাগে।

মেয়ে তুই কি জানিস
তোর মত আমিও পুড়ি,
বলতে না পাড়ার আগুনে।

ও মেঘলা মেয়ে,
কালবৈশাখী ঝড়ে কবে আসবি?
কবে আসবি বুক ভেজাতে!

#সৃষ্টি
#premdevota
#scene
#loveatfirstshight

MeghPori Films™