জ্ঞানী, অতিরিক্ত বিশিষ্ট ভদ্রোলোক দাবি করা সুশীল সমাজের মানুষগুলো কই এখন। এক বালতি পানি রাস্তায় গেলে আপনার নাকে গন্ধ যায়, অযু নষ্ট হয়, আরো কতো সমস্যা হয়। এখন এই ড্রেনের পানি মিশ্রিত পানি তো কোন সমস্যা হচ্ছে না। নাকি খিচুড়ি খেয়ে ঘুমাচ্ছেন।

image