এগিয়ে যায় মুহূর্তেরা আর আবছা হয় পরিচিত মুখ
পিছু ডেকে যায় বারে বারে মন কেমন করা বিকেলগুলো
কবিতায় জেগে থাকে গভীর অসুখ।