ছোটবেলার সেই ছড়া মনে পড়ে_____

_____আকাশ ঘিরে মেঘ করেছে

আকাশ ঘিরে মেঘ করেছে
সূর্যি গেছে পাঠে ।
খুকু গেলো জল আনিতে
পদ্মা দীঘির ঘাটে।

পদ্মা দীঘির কালো জলে
হরেক রকম ফুল।
হাঁটুর নিচে ঝুলছে খুকুর
গোছা ভরা চুল।