দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।